বিজ্ঞান
সর্বদাই প্রমাণ
সাপেক্ষ,
সুগঠিত
তত্ত্ব ও উপাত্ত পাথেয়।
কবিতার মূল উপাদান একখানি নতুন ভাব,
গল্পের অজানা
সেই বালিকার মত
যে ক্লাসে বসে একমনে আঁকছিল ছবি
শিক্ষক জিজ্ঞাসে তারে, “কিসের ছবি আঁকো?”
জবাবের অবলীলায় সে বলে, “গডের।”
অবাক শিক্ষক বলে, “কিন্তু কেউ ত জানেনা
সে দেখতে কেমন; কেউ ত কখনো দেখেনি তারে!”
আবোধ বালিকা বলে আবারও অবলীলায়
“সবাই দেখতে পাবে আমার আঁকা শেষ হলে।”
কোন কোন কবিতাও যেন তেমনি; ছিলনা আগে –
নতুন ভাবের মোড়ক উন্মোচিত হলে
সবাই তা শুষে নিতে পারে গ্রন্থের পাতা
অথবা কম্পিউটারের পর্দা থেকে।
(C) Anis
Rahman
August
22, 2020
Back to Home