কবিতা ও বিজ্ঞানের উপাদান

বিজ্ঞান সর্বদাই প্রমাণ সাপেক্ষ,
সুগঠিত তত্ত্ব ও উপাত্ত পাথেয়।
কবিতার মূল উপাদান একখানি নতুন ভাব
,
গল্পের অজানা সেই বালিকার মত
যে ক্লাসে বসে একমনে আঁকছিল ছবি
শিক্ষক জিজ্ঞাসে তারে, “কিসের ছবি আঁকো?”
জবাবের অবলীলায় সে বলে, “গডের।”
বাক শিক্ষক বলে, “কিন্তু কেউ ত জানেনা
সে দেখতে কেমন; কেউ ত কখনো দেখেনি তারে
!
আবোধ বালিকা বলে আবারও অবলীলায়
“সবাই দেখতে পাবে আমার আঁকা শেষ হলে।”
 
কোন কোন কবিতাও যেন তেমনি; ছিলনা আগে –
নতুন ভাবের মোড়ক উন্মোচিত হলে
সবাই তা শুষে নিতে পারে গ্রন্থের পাতা
অথবা কম্পিউটারের পর্দা থেকে।

(C) Anis Rahman
August 22, 2020

 

Back to Home